সাজিদুর রহমান বাহুবল( হবিগঞ্জ) থেকে :
বাহুবল উপজেলার একটি বাজার ও দুই গ্রাম লকডাউন করা হয়েছে।
গতকাল বুধবার মধ্য রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া, সাটিয়াজুরী বাজার ও ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রাম লকডাউন করে উপজেলা প্রশাসন।
বুধবার দিবাগত রাতে চিচিরকোট গ্রামের ১ জন ও দাশপাড়া গ্রামে ১ জন রোগীর করোনার পজেটিভ ধরা পড়ায় প্রশাসন উল্লেখিত দুই গ্রামসহ স্থানীয় সাটিয়াজুরী বাজার লক ডাউন করা হয়।
এব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জানানএ দুগ্রামের মানুষ যেন যার যার বাড়ীতে অবস্তান করেন। বাজারের সব দোখানপাট বন্ধ থাকবে। এ আইন না মানলে জেল জরিমানাসহ কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান। এছাড়া আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন।