নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়াকে ৪নং ওয়ার্ডবাসী সমর্থন দিয়েছেন।
আগামী ১৮ এপ্রিল এমপি আবু জাহির কর্তৃক ২০ কিলোমিটার বিদ্যুত লাইন উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ও পৌর নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডবাসীর এক মতবিনিময় সভা শনিবার বিকেলে আতাউর রহমান মাসুক মিয়ার বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে ও জুয়েল মিয়ার পরিচালনায় উপস্থিত ব্যক্তিবর্গ হাত তুলে আগামী পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়াকে স্বতঃস্ফুর্তভাবে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেন।
এতে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, আব্দুল গফুর, এরশাদ মিয়া, আব্দুল মন্নাফ, মামুন মিয়া, শাকিল, সমুজ আলী, নুনু মিয়া, জালাল মিয়া, সবুজ, আনোয়ার, সায়েদ আলী প্রমুখ।