হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের লস্করপুরে বাহুবলগামী নারায়ণগঞ্জ থেকে আসা মাল বোঝাই ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
১৩ এপ্রিল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেন। পরে তাদেরকে পুলিশ প্রহরার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল এর সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ১৩ এপ্রিল দুপুর পর্যন্ত হবিগঞ্জে করোনায় ১ জন আক্রান্ত। আইসোলেশনে ৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩৮ ও হোম কোয়ারেন্টিনে ৪৩৪ জন রয়েছে। এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।