এতে আপনার কি লাভ হলো!
সবজি নষ্ট করে
সবজি গাছ পুড়িয়ে
দুধ গর্তে ঢেলে
এগুলোর কিছুই কি আপনি তৈরি করছেন
নিশ্চয়ই না।
সর্বোচ্চ আপনি সার, খৈল দিয়েছেন
অথবা ঘাস খাইয়েছেন।
বীজ থেকে আপনি গাছ অথবা ফসল ফলান নি! ফলান কি?
অথবা ঘাস থেকে দুধ!
উত্তর না।
তাহলে আপনি সব্জি নষ্ট না করে
আর দুধ না ফেলে
আপনার এলাকার গরিব ধনী সবাই কে দেন
এতে আপনার উপকার ব্যতীত অন্য কিছু হবে না।
আপনার বিপদ দূর হবে।
আর নিশ্চয়ই জানেন দানে ধন বাড়ে।
আপনার এলাকার অনেকেই আছে ঘরে খাবার নেই। আপনার এ সবজি ই তার জীবন বাঁচিয়ে দিবে।
তাই নষ্ট না করে, গাছ না কেটে, দুধ না ফেলে দান করুন,
এতে সওয়াবও হলো আর গূণাহ থেকে বেচে গেলেন।
একবার এরকম ভেবে দেখুন এভাবে।
আপনার ও জনগণের নিশ্চিত লাভ হবে
হয়ত এতে এ বিপদ থেকে আপনার উচিলায় সবাই বেঁচে যাব। ইনশাআল্লাহ।
আপনি যদি এতটুকু পড়ে থাকেন তবে আপনার এলাকার লোকজন কে জানিয়ে দেন।
আর সংবাদকর্মী ভাইরা বিষয়টি এভাবে প্রচার করুন।দেশ ও জাতির উপকার করুন।