কামরুজ্জামান আল রিয়াদঃহবিগঞ্জে নারায়নগঞ্জ থেকে ফেরত একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান।
ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জনান তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসা আরো ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ।
তাদেরকে রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
এদের মধ্যে ৬ জন নারী ও বাকীরা পুরুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন।
নারায়নগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে।
কিন্তু এখনও সকলকে সনাক্ত করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।