হবিগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস মহামারি থেকে মুক্তি পেতে সচেতনতার বিকল্প নেই। ঘরে থেকে আল্লাহকে স্মরণ করুন। তিনি ছাড়া কোন উপায় নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি।
প্রতিদিনের ন্যায় ৮ এপ্রিল জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণাকালে এ কথা বলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম সেবা।
এ সময় তিনি হবিগঞ্জ সদর সার্কেলাধীন বিভিন্নস্থানে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্রিফ প্রদান করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, জনসচেনতা বৃদ্ধির লক্ষে মাঠে আছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এ পরিস্থিতিতে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে।