হবিগঞ্জ প্রতিনিধি : ভারতে তাবলীগ জামাতের ইজতেমা থেকে ফেরত আসার পর হবিগঞ্জের আরও ৬ জনকে আইসলোয়েশনে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরাতে দেড়টায় শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে জেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাদেরকে উদ্ধারের পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে।
আইসলোয়েশনে থাকারা হলেন- লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে সোহাগ (৩০), একই উপজেলার মুড়িয়াক গ্রামের সালামত মিয়ার ছেলে আব্দুল আহাদ (৫৫), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের শাহনুর মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (২১), একই গ্রামের আবু তাহের মিয়ার ছেলে কাউছার মিয়া (২২), উপজেলার আনন্দপুর গ্রামের জামসু মিয়ার ছেলে আজহারুল ইসলাম (২৬) ও নবীগঞ্জ উপজেলার সাদউল্লাপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আলী আব্বাস (২৫)।
ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পলাশ দেব নাথ জানান, ইজতেমা ফেরত ৬ ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রাখার হয়েছে। তাদের নমুুনা সংগ্রহ করে পরিক্ষা করা হবে।