নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেলু মিয়া (৩০) এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও একজন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেগমপুর এলাকায় এ দূঘর্টনাটি ঘটে।
নিহত খেলু মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
নবীগঞ্জ থানার (ওসি) আজিজুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জের বানিয়াচংয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নিহত খেলু মিয়া ও তার এক বন্ধু। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলা বেগমপুর এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে খেলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু সেজু মিয়া।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এবং আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন।