চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের মুড়ারবন্দ গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র উস্তার মিয়াকে মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল সন্ত্রাসী।
অভিযোগে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে চুনারুঘাট থেকে বাড়ি ফেরার পথে মুড়ারবন্দ রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এলাকাবাসী তার শোর চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত উস্তার মিয়া জানায়, মুড়ারবন্দ গ্রামের একদল সন্ত্রাসী পূর্ব শত্র“তার জের ধরে তাকে রাতে বাড়ি যাওয়ার পথে একা পেয়ে রাস্তায় অস্ত্রের মুখে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।