কামরুজ্জামান আল রিয়াদঃ শায়েস্তাগঞ্জে শতাধিক অসহায় ও দুস্থ মানুষকে খাবার দিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন।
রোববার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামস্থ নাজমুল হোসেনের বাড়িতে এলাকার শতাধিক নিম্ন আয়ের লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মধ্য ছিলো চাল, আলু, ডাল, পিয়াজ ও তেল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেইসার নাজমুল হোসেন বলেন করোনা ভাইরাসের কারনে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।
গৃহবন্দী মানুষ গুলোর মধ্যে শ্রমিক, ভ্যানচালক, দিনমজুর মানুষজনেরর পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। তাই আমি নিম্ন আয়ের মানুষজনের খাবারের ব্যবস্তা করলাম। তিনি বৃত্তবান মানুষদের অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান।