নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ২৫টি বাড়িঘর। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড গুলি ও দুই রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে।
শুক্রবার সকাল ও দুপুরে দুই দফা এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের ৯২ শতক সরকারি খাস জমি নিয়ে নিজামপুর ইউনিয়নের পূর্ব কাটাখালি গ্রামের জলফু মিয়া ও হারুন মিয়া গংদের সাথে রতনপুর গ্রামের সফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
উল্লিখিত জমির মধ্যে ৪০ শতাংশ সফিক মিয়ার নামে রেকর্ডভুক্ত হওয়ায় সে জমিটি দখলে রাখেন। পাঁচ বছর পুর্বে সফিক মিয়া ওই জায়গায় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করে।
শুক্রবার সকালে মসজিদের কাজ চলাকালে জলফু মিয়ার লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও সংঘর্ষ শুরু হয়। স্থানীয় মুরুব্বিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে জুমার নামাজের সময় জলফু মিয়ার লোকজন মিছিল সহকারে মসজিদে এসে আক্রমণ শুরু করেন। এতে আবারও সংঘর্ষ শুরু হয়ে তা বড় আকার ধারণ করে।
পরে নিতাইর চক, পূর্ব কাটাখালি, কান্দিগাঁও, জয়রামপুর, দড়িয়াপুর ও রতনপুরসহ সাতটি গ্রাম সংঘর্ষে দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হবিগঞ্জ সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে দাঙ্গা পুলিশ ৮ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, জলফু মিয়া ও সফিক মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৯ রাউন্ড গুলি ও দুই রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।