আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট নয়াবন নামকস্থানে ঢাকা থেকে আজমিরীগঞ্জগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বসবাসরত আজমিরীগঞ্জ ও কিশোগঞ্জের অনেক চাকুরীজীবি, নানা পেশার মানুষ বাড়িতে ঢাকা থেকে আজমিরীগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে যায়।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশের আহতদের উদ্ধার করে। এদের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।