মোঃ আব্দুর রকিব : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুশসনের জন্য নাগরিক (সুজন) শায়েস্তাগঞ্জ পৌর শাখার উদ্যোগে করোনাভাইরাস বিষয়ে জনসাধারণের সর্তকতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলপার্কিং হতে দাউদনগর বাজার রেল গেইট পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
সুশসনের জন্য নাগরিক (সুজন) শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রাকিবের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা, দোকানদার, পথচারী ও যাত্রীদের মাঝে, শায়েস্তাগঞ্জ রেলপার্কিং হতে দাউদনগর বাজার রেল গেইট পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় লিফলেট বিতরণে সহযোগীতা করেন সুজন উপজেলা শাখার সভাপতি- জালাল উদ্দিন রুমী, সুজন পৌর শাখার সহ-সভাপতি এমএইছ চৌধুরী, সহ-সভাপতি জালাল আহমদ, সম্পাদক- মামুন চৌধুরী, কোষাধ্যক্ষ হমিদুল হক বুলবুল ও মানবাধিকার কর্মী নিউটন অধিকারী প্রমুখ।