নূরপুর স্কুল থেকে সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ‘নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে’ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয় ছিল, “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো. আব্দুল মন্নান। অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব মীর আনোয়ার আলী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জ্যোতি ব্রত চৌধুরী, সবিতা রাণী দাশ, শিরিনা খাতুন।
বিষয়ের পক্ষের বক্তাগণ হলেন- পূর্ণিমা রাণী বিশ্বাস, তাছলিমা আক্তার পিংকি, রাকিবুল হাসান রোহান (দলনেতা)।
বিপক্ষ দলের বক্তাগণ হলেন- সাথী আক্তার, কলি আক্তার, মীর জান্নাতুল ফেরদাউস তিশা (দলনেতা)। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা মীর জান্নাতুল ফেরদাউস তিশা ।
অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক জনাব মুহাম্মদ বদরুজ্জামান এবং সময় নিয়ন্ত্রক ছিলেন সহকারী শিক্ষক জনাব প্রীতি রঞ্জন দাস ।
পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন সভাপতি, অতিথিবৃন্দ ও বিচারকমন্ডলীগণ।