শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ রেলওয়ে দিঘিতে ডুবে রূপা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে রেলওয়ে পশ্চিম কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা রেলওয়ে কর্মচারী আব্দুল করিমের পালক মেয়ে।
স্থানীয় নিজগাঁও গ্রামের শামীম আহমেদ জানান, সকালে রূপা তালাবাসন পরিষ্কার করতে দিঘিতে গেলে এ ঘটনা ঘটে। তালাবাসন নিয়ে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। ঘন্টাখানেক পরে পানির নিচ থেকে রূপাকে তোলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীম আরো জানান, নিহত রূপার বড় ভাই হকার শিপন নিজগাঁও গ্রামের ভাড়া বাসায় থাকেন। বছরখানেক আগে রূপাকে রেলওয়ে কর্মচারী আব্দুল করিমের কাছে পালক দেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাদুদোজ্জামান মাসুক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।