স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
গতকাল বিকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে সদস্য হিসাবে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ইতি পূর্বে সফলথার সাথে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি দীর্ঘ দিন যাবত হবিগঞ্জ জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি তৃনমৃলে একজন স্বচ্ছ ও জনবান্ধব নেতা হিসাবে পরিচিত। বঙ্গবন্ধুর আদর্শ লালনের মাধ্যমে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আজ জাতীয় রাজনীতিতে তাঁর অংশগ্রহণ।