বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪৯তম জাতীয় শীতকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষঠানের ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী বানিয়াচং এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোকন, আমবাগান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, প্রধান শিক্ষক জাকির হোসেন, আব্দুল মান্নান, আহসান হাবিব, রানালাল দাশ, মোক্তার হোসেন প্রমুখ।
পরে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।