বাহুবল প্রতিনিধি : বাহুবলের হত্যা মামলার আসামী ২২ বছর পর সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মরম আলী ৬০কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৪ নভেম্বর সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিলেট ওসমানী নগর এলাকা থেকে থাকে গ্রেফতার করে।
জানা যায়, মরম আলী বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে পালিয়ে বেড়াচ্ছিল,। দীর্ঘ ২২ বছর পর মরম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। মরম আলী পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত জরম উল্লার পুত্র।
৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ থাকে আদালতে সৌপর্দ করলে আদালত মরম আলীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।