এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় করে স্কুলে যাওয়ার পথে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সোহাগ (৭) ও সিহাম(৬) মিয়া নামে দুই শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী ও অটোরিকশার চালক আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ও সিহাম শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকার সেলিম মিয়ার ছেলে ও কামাল মিয়ার ছেলে।তারা শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিন জন স্কুল ছাত্র নিয়ে সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমীতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়।সিহাম নামে আর একটি শিশু হাসপাতালে মারা যায়।
এখবর পেয়ে গ্রামবাসী শায়েস্তাগঞ্জ উপজেলায় হাইওয়ে পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়।
গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে আজকে এই দুর্ঘটনাটি হত না।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল শুরু হয়।
সকাল সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড়চর, কদমতলী, নছরতপুর গ্রামের লোকজন মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।