ফয়সল আহমেদ(পলাশ) : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় পুটিজুরী নামক স্থানে নিয়র্ন্তন হারিয়ে সিলেট গামী ইউনিক পরিবহন একটি বাস উল্টে খাদে পরে নারী সহ প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রবিবার বিকাল ৩টার সময় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে পুটিজুরী এলাকায় মাজারগেইট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে ।
জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৪১৫) ঘুরি ঘুরি বৃষ্টিতে মহাসড়কের পাশে রাখা অবৈধ বালুর স্তপের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে মহাসড়কের নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ৩০জন যাত্রী আহত হয় ।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই রফিক আলী বিষয়টি সত্যতা নিশ্চত করেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে অবৈধ ভাবে বালু রাখার কারনে এ দূর্ঘটনাটি ঘটে।
বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ঘটনাস্থল পরিদর্ষন করে বলেন ,মহাসড়কের পাশে যারা বালু রাখেন তাদের অইনগত ব্যবস্তা নেওয়া হবে।