শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় পার্টি অফিসে শনিবার সন্ধ্যায় ৭টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেবের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল।
এছাড়া ও আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম পুলক, আরবাদ নাহুল,ইয়াছিনুল হক নাঈম, অপু দত্ত, শাহীন মিয়া, সাগর মিত্র,হৃদয় তরফদার, পৌর ছাত্রলীগ নেতা শাহফুজ্জামান ইমন, মানিক মিয়া, তানভীর,ফেরদৌস, মুজাম্মেল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জামি জীবন, উদয়, পাবেল, আজমান, ইউসুফ, কলেজ ছাত্রলীগ নেতা লিটন,তুষার প্রমুখ।