এম এস জিলানী আখন্জী চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ’মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে মিনা দিবস পালিত হয়েছে।
(২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়।
এ সময় র্যালীটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে র্যালীটি শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জালাল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক মণ্ডলীসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালী শেষে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়।