নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের উপর হামলার ঘটনার সাথে থাকার অভিযোগে পুলিশ তাজকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ এপ্রিল সদর থানা ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব ও ডিবির এসআই সুদ্বীপ রায় ঢাকার বনানী থানার পুলিশের সহায়তায় মামলার অন্যতম আসামী তাজকে গ্রেফতার করেন।
এদিকে তাজ গ্রেফতারের সংবাদ নিজামপুর ইউনিয়নবাসীর নিকট পৌছুলে গতকাল সোমবার সকাল ১০টার দিকে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শত শত মানুষ মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসী মামলায় অন্যান্য আসামী শাহিন ও মাসুককে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদারের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা চেয়ারম্যান আউয়ালকে ঘুমন্ত অবস্থায় হত্যার লক্ষ্যে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে।