শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ-১৭) এর ফাইনালে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোলের দেখা পায়নি, তবে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছে। রেফারি শেষ বাশির সঙ্গে সঙ্গে খেলা গড়ায় ট্রাইবেকারে।
নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জন্য নির্ধারিত ৫টি কিক নেয়ার সুযোগ তৈরী হয়। এক্ষেত্রে পৌরসভা-৫ ও শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ৪ টি গোল করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ রাজু।
পরে উভয় দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনে এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, প্রমুখ।