চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সদ্য বিদায়ী ও মাধবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় হোটেল হাই ওয়ে ইন লিঃ এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক তরফদার মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত মাধবপুর থানার অফিসার ইন-চার্জ কে এম আজমিরুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন-মাধবপুর থানার ওসি (তদন্ত)Í গোলাম দস্তগীর, সাংবাদিক এরশাদ আলী,
ডেন্টিস্ট এসএম আলমগীর, ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ন-সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, প্রচার সম্পাদক নাজিরুজ্জামান ও নির্বাহী সদস্য হারুনুর রশিদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে হোটেল হাই ওয়ে ইন অতিথিবৃন্দরা রাতে খাবার শেষ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।