স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াই সড়কে বার বার ডাকাতির ঘটনার মূল নায়ক জসিম মিয়া (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার ছাতিয়াইন গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত জসিমকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ৮/৯টি ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারের পর সে পুলিশের কাছে স্বীকার করেছে ছাতিয়াইন সড়কে ৩০/৪০টি ডাকাতির ঘটনা তার নেতৃত্বে সংগঠিত হয়েছে। তবে সব ঘটনার মামলা হয়নি। তিনি আরও জানান, সোমবার দুপুরে ডাকাত জসিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।