সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার(৭ এপ্রিল)সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।
মিডিয়া বিভাগের প্রধান সুজন মাহমুদের পরিচালনায় সভায় উপরি উক্ত তথ্য জানান, কোম্পানীর বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম হাসান মোঃ মঞ্জুরুল হক, সিনিয়র ম্যানেজার মোঃ এহসানুল হাবিব, জিএম (বাইক) জাফর ইকবাল, প্লান্ট ম্যানেজার(আরএফএল) আব্দুল্লাহ আল মাহমুদ।
উল্লেখ্য,সভায় জানানো হয়, ২০১৪ সালে ৬শ’ বিঘা জমি নিয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক যাত্রা শুরু করে।খাদ্যপণ্য ও গৃহস্থালি প্লাস্টিক পন্যের বাইরে নতুন কিছু পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে এ ইন্ডাস্ট্রিয়াল স্থাপিত হয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে বিস্কুট, বেকারী, লিকুইড গ্লোকোজ, বেভারেজ, কনফেকশনারী ও ফ্লেক্সিবল প্যাকেজিং। এছাড়া আরএফএল-এর লাইনে রয়েছে ইলেকট্রনিক ক্যাবল, ইলেকট্রনিক্স পণ্য, মেলামাইন পণ্য, বাইসাইকেল, মেডিকেল যন্ত্রপাতি, পিভিসি, মল্ডেড প্লাস্টিক, টেক্সটাইল ও টয়লেট্রিজ সামগ্রি।
বর্তমানে এখানে ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছাড়াও বেকারত্ব অনেকটা লাঘব হয়েছে। কোম্পানীটি বর্তমানে ১০৮টি দেশে বিভিন্ন ধরণের পণ্য রপ্তানি করছে।