প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের একঝাঁক শিক্ষিত তরুণের উদ্যোগে ‘দেওরগাছ এডুকেশনাল ট্রাস্ট’ এর যাত্রা শুরু হয়েছে। মূলত দেওরগাছ গ্রামের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছ্বল শিক্ষার্থীদের আর্থিক এবং মানসিকভাবে সহযোগীতার উদ্দেশ্যেই সংগঠনটি পথচলা শুরু করে।
প্রাথমিকভাবে সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে মোঃ আলাউদ্দিনকে সভাপতি এবং মোঃ নুর ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে শরিফুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, সুলতান আহমদ, মোঃ মিশন নাম ঘোষণা করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন কে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফেরদৌস ইসলাম, তুহিন ইসলাম।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, মাহবুব আলম সাদ্দাম, নাঈম খান এবং সালেক আহমেদ। সংগঠনটির উপদেষ্ঠাম-লীর সদস্য হিসেবে রয়েছেন মোঃ আল-আমিন, কামরুল হাসান শাকিম, মনিরুজ্জামান জাহেদ।
সংগঠনের চলার শুরুতেই প্রথম কাজ হিসেবে দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকম-লীর সঙ্গে দেখা করেন সংগঠনের সদস্যরা। বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে মেধাবী কিন্তু অসচ্ছ্বল শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন তারা। পারিবারিকভাবে যাচাই-বাছাই করে তাদের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হবে বলে সংগঠনের সদস্যরা জানান।