নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল কাইয়ুম (৪৯), আম্বর আলীর পুত্র তোতা মিয়া(৪০), দক্ষিণ কায়স্থগ্রামের আব্দুর রূপ এর পুত্র হাছন মিয়া (৩৫), আব্দুল মালিকের পুত্র মুকুল মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি দোকান থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। পরে বুধবার সকালে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃত জোয়াড়িদের গ্রেফতার দেখানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইকবাল হোসেন জানান, জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।