নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত আব্দুল্লাহ সরদারের পিতা মরহুম মনজব উল্লা সরদারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামস্থ মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত পুত্র আব্দুল্লাহ সরদারের মৃত্যু সংবাদ ভুলক্রমে বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে তার পিতা মনজব উল্লা সরদার স্মৃতি শক্তি হারিয়ে অসুস্থ হয়ে ২০০৭ সালের ৬ এপ্রিল মারা যান।