হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজির হোসেন (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনাটি ঘটে। নিহত নাজির হোসেন উপজেলার মিরের মহল্লা গ্রামের ফাজিল হোসেনের পুত্র।
বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নাজির হোসেন পেশায় এক জন রাজমিস্ত্রি। সে দীর্ঘদিন যাবত রাজমিস্ত্রির কাজ করে আসছিল।
উল্লেখিত সময়ে সে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অস্টগ্রাম এলাকায় কাজ করতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।