জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হরিতলা গ্রামে জিতু মিয়া (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
সে ওই গ্রামের ছনাই মিয়ার পুত্র।
সোমবার দুপুরে সদর আধুনিক হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জিতু মিয়ার পরিবার সুত্রে জানা যায়, গত সোমবার সে মৌলভীবাজার জেলার শেরপুরের আনন্দ মেলায় যাত্রা দেখার জন্য পরিবারের কাছে বায়না ধরে। তারা জিতুকে টাকা না দিলে অভিমানে সে বিষপান করে।
গুরুতর আহতাবস্থায় তাকে ছটপট করতে দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, আনন্দ মেলায় যাবার জন্য গত ১ মাসে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।