নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি হীরাগঞ্জ পূর্ব বাজার ইউসূফ নগরস্থ মুনিম ফিলিং স্টেশন এর সামনে ট্রাক চাপায় এক রিক্সা চালক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিক্সা চালক আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের নুর মিয়ার এর পুত্র জাহাঙ্গীর মিয়া (২০)। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে সে বাড়ি থেকে রিক্সা চালিয়ে আউশকান্দি বাজারে আসছিল।
মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছা মাত্রই ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক রিক্সাকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে রিক্সাটি ধূমড়ে মুছড়ে যায়। এতে রিক্সা চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে যখন দেখেন নিহত জাহাঙ্গির এর ক্ষত- বিক্ষত লাশটি রাস্তায় পড়ে আছে তখনই তারা কান্নায় ভেঙ্গে পড়লে যেন আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।