হরতালেও মঙ্গলবারের পরীক্ষা হবে
ডেস্ক : জামায়াতের ডাকা হারতালের মধ্যেও আগামীকাল মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল সকাল ১০টায় এইচএসসি, ভোকেশনালের ইংরেজি-১ (নতুন/পুরাতন সিলেবাস, কোড ১১১২, একাদশ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবু বক্কর ছিদ্দিক জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রাখার কারণে মঙ্গল ও বুধবার দেশব্যাপী এ হরতালের ডাক দেয় জামায়াত।