প্রেস বিজ্ঞপ্তি : ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোয়ানরা অভিযান চালিয়ে ৯ এম এম রিভলবার সহ মোঃ আনোয়ার হোসেন (২৮)কে আটক করেছে। বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ গ্রামের ওয়াহিদ মিয়া পুত্র।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে মঈনপুর বিওপির কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ জোনাব আলীর নেতৃত্বে গতকাল বেলা ১ টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মন্ধবাগ বাজার নামক স্থানে একটি ফলের দোকান তল্লাশি চালিয়ে ৯ এম এম রিভলবার উদ্ধার এবং মোঃ আনোয়ার হোসেন গ্রেফতার করে।