বিশেষ প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে হবিগঞ্জ ইউনিটির আবুধাবি মহানগর শাখা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে ৯১ সদস্য বিশিষ্ট আবুধাবি মহানগর শাখা কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌঃ আবদুল কাইয়ুম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌঃ তৈয়ব আলী তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি সালেহ আহমেদ তালুকদার , সাধারণ সম্পাদক শেখ এমরান উল্লাহ, বাবু গৌতম ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের পরে কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি- বশির আহমেদ শামছু, সাধারণ সম্পাদক- ওয়াহিদ মিয়া, সংগঠনিক সম্পাদক- ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক- আব্দুল্লাহ আল নোমান সহ ৯১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এ কমিটিকে দুই বছরের মেয়াদে অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তছির আহমেদ, জসিম উদ্দীন, মোঃ সানু মিয়া,
মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক তাবরিজ আহমেদ, কাউছার আহমেদ, প্রদীব সেবিজ, মেজবাহ সংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, আকমল হোসেন আল আমিন, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ রুয়েল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তাজুল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা সারমিন সুলতানা প্রমুখ।