নিজস্ব প্রতিনিধি : রবিবার দুপুর ২টায় নূরপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ নূরপুর ইউনিয়ন কে বিভক্ত করার প্রতিবাদে জেলা প্রশাসক, এমপি মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান, এসিলেন্ট বরাবর অনুলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহবুদ্দিন ফরিদ, ইউ/পি সদস্য ফজুলল করিম, ফারুক মিয়া, আব্দুস ছাত্তার, আবু বক্কর ছিদ্দিক, এংরাজ মেম্বার, নুরুল হক ভূইয়া, নুরুল ইসলাম, আছকির মিয়া, মহিলা মেম্বার মুক্তা আক্তার, , রাবিয়া খাতুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়া, হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, মুখলিছুর রহমান মুখলিছ, নূরুল ইসলাম সরদার, তাজুল ইসলাম রানু, শাহজাহান তালুকদার, কবির মিয়া, মাসুক চৌধুরী, গিয়াস উদ্দিন মুখলিছ, মোঃ আজদু মিয়া,সুমন চন্দ্র দেব, গোলাম কিবরিয়া রায়হান, সৈয়দ হাবিবুর রহমান ডিউক, মোশারফ চৌধুরী রফু, প্রমূখ সহ হাজার হাজার জনতা। সিদ্ধান্ত বাতিল করা না হলে হরতাল অবরোধ সহ কঠোর ধারাবাহিক কর্মসূচী নেওয়া হবে।