স্পোর্টস ডেস্ক : এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ক্রিকেটের কোনো সংস্করণে সিরিজ বা টুর্নামেন্টে ন্যূনতম চার শ রান করতে পারেননি । এই বিশ্বকাপে এই কীর্তিও গড়ে দেখালেন সাকিব আল হাসান।
৬ ম্যাচ পার হয়ে গেলেও বাংলাদেশ আসলে খেলেছে ৫ ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। এই পাঁচ ম্যাচে সাকিব করেছেন ৪২৫ রান। এর মধ্যে আছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুরন্ত ৭৫ রান দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছেন ৬৪ রান। এর পরেই সতীর্থ মাহমুদউল্লাহর কৃতিত্বে ভাগ বসিয়েছেন টানা দুই সেঞ্চুরি করে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজকে কুপোকাত করার ম্যাচে অপরাজিত ছিলেন ১২৪ রানে। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিব শুরুটা করেছিলেন বেশ, কিন্তু মার্কাস স্টয়নিসের একটা স্লোয়ার ঠিকমতো বুঝতে না পেরে ক্যাচ দিয়ে থেমে গেছেন ৪১ রানে। তাতেই এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গিয়েছেন সাকিব।
৬ ম্যাচে ৪৪৭ রান তাঁর। ৫ ম্যাচে ১০৬.২৫ গড়ে ৪২৫ রান সাকিবের। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এযাবতকালে কোনো সিরিজ বা টুর্নামেন্টে ৪০০ রান করার কৃতিত্ব দেখাননি। বিশ্বকাপের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে শুধু ভারতের ওপেনার রোহিত শর্মার গড়ই সাকিবের চেয়ে বেশি।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি আছে আর তিনটি। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে। এই তিন ম্যাচে প্রত্যাশিত ফলাফল পাওয়ার ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া–না যাওয়া। আর সে জন্য সাকিবের এই দুরন্ত ফর্মে থাকা যে অনেক জরুরি।