নিজস্ব প্রতিবেদক : অপেক্ষার পালা শেষ হতে চলেছে।রাত পোহালেই ভোটের উৎসব শুরু হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলায়।প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধ হয়ে গেছে।অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এখন অধীর অপেক্ষা করা হচ্ছে নতুন ওই উপজেলা পরিষদের নির্বাচনে কে হবেন প্রথম উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।এনিয়ে অত্র এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে।যিনি এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবেন তার নামটি স্বর্ণাক্ষরে ১ম স্থানে লেখা থাকবে আজীবন।এর ফয়সালা হবে আগামীকাল ১৮ জুন মঙ্গলবারই।
এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বদ্বিতা করছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা ঘুরে জানাযায়,যদিও নির্বাচনী জরিপ বলছে উক্ত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা ৫ বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস)।মূলত এই দুই প্রার্থীকে নিয়েই নির্বাচনী হিসাব-নিকাশ চলছে।ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনী এলাকায় পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য,সাধারণ ভোটারদের সঙ্গে নির্বাচন বিষয়ে আলাপ করলে তারা জানায়,আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।সাধারণ ভোটারদের একটাই দাবী তারা যাতে নির্বিগ্নে নির্ভয়ে ভোট দিতে পারে এই দাবি প্রশাসনের কাছে।