নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পা পিছলে পড়ে যুবকের মৃত্যুর ঘটনায় বিজ্ঞ আদালতে মৃতের মা জয়ফুল বেগমের দায়েরী মামলা মিথ্যা, ভিত্তিহীন উল্লেখ্য করে ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিবাদে সমাবেশ করেছেন।
গতকাল রবিবার রাতে পৌর এলাকার রাজাবাদ গ্রামে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব প্রাক্তন মেম্বার বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহীদ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বী আঃ রহিম, হিরা মিয়া গালর্স স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, রফিক মিয়া মেম্বার, এড. ফারুক আহমদ, আঃ আজিজ, মহব্বত আলী, একে আজাদ রেনু, কাউন্সিলর সুন্দর আলী, হাজী আঃ খালেক, মহিবুর রহমান আকল, নীলমনি মিয়া, আঃ নুর, সিরাজুল ইসলাম, মোস্তাফিজ সেলিম, মান উল্লা, দুলু মিয়া, রমিজ আলী, হাকিম আলী, প্যানেল মেয়র এটিএম সালাম, মাহবুবুল আলম সুমন, আনোয়ার হোসেন মিঠু, ইকবাল আহমেদ বেলাল, মাজহারুল ইসলাম অপু, এটিএম রুবেল, বাচ্চু মিয়া, কামাল উদ্জাদীন, মকছুদ আলী, মোশাহিদ, জামাল উদ্দীনসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
গ্রামবাসী বলেন, গত ১ লা জুন ডাঃ জাফর ইকবাল রতনের বাসায় নারিকেল গাছ থেকে ডাব পাড়তে উঠেন রাজাবাদ গ্রামের নুরুল আমীনের ছেলে জাহিদুল ইসলাম।
অসাবধনা বশত জাহিদ পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। এ ঘটনাকে পাশ কাটিয়ে মৃতের মা জয়ফুল বেগম নিরাপরাধ ডাঃ রতন গংদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়ের করেন। গ্রামবাসী এই মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানান।