চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে শনিবার রাতে উপজেলার উপর দিযে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অসংখ্য কাচা ঘরবাড়ি ও শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা।
ঝড়ের ২০ ঘন্টা পর রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় পৌর শহরে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবস্থা চালু হলেও পুরো উপজেলা রয়েছে অন্ধকারে।
শিলাবৃষ্টিতে উপজেলার বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। ঘন্টাব্যাপী ঝড়ে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসংখ্য কাচা ঘর এবং শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। অসংখ্য বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ার পাশাপাশি বিদ্যুতের তারের উপর গাছপালা ভেঙ্গে পড়ায় শনিবার রাত থেকে উপজেলা অন্ধকারে রয়েছে।
বিদ্যুৎ বিভাগ ২০ ঘন্টা চেষ্ঠার পর বিকেলে চুনারুঘাট পৌর এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করলেও উপজেলার অধিকাংশ ইউনিয়ন রয়েছে অন্ধকারে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে আগামীকাল সোমবার পর্যন্ত বিদ্যুৎ সমস্যা সমাধান হতে পারে।
এদিকে সামান্য বাতাস এলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গত ৩ দিনে মাত্র এক তৃতীয়াংশ সময়ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি।
এদিকে ঝড়ে উপজেলার বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সাড়ে ৭ হাজার বোরো ফসলের অধিকাংশ এখন ধান বের হচ্ছে। ঝড় ও শিলাবৃষ্টির কারণে এসব ধান নষ্ট হচ্ছে।