এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং-সাধুবাজার রাস্তার খালের উপরের ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়লেও এ যেন দেখার কেউ নেই?ফলে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে ওই ব্রীজ পারাপার হচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭নং নুরপুর ইউনিয়ন ও ৬নং রাজিউড়া ইউনিয়নের মধ্যস্থলের সুতাং-সাধুবাজারের জনগুরুত্বপূর্ণ রাস্তার খালের উপরের ব্রীজটি সংস্কার না করায় সাধারণ মানুষকে অন্যের জমির উপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
বর্তমানে শুস্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে ওই রাস্তা দিয়ে জনসাধারণের চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে।
জানাযায়,৬নং রাজিউড়া ইউনিয়নের হাসনাবাদ,গুড়াবই,বাগারচার,বঙ্গুরহাটি,সাধুবাজার সহ উক্ত গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ ওই রাস্তা ও ব্রীজ দিয়ে চলাচল করতে হয়।
ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে এই ব্রীজটি ভেঙ্গে যায়,পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ ঝুকি নিয়ে পারাপার হচ্ছে কিন্তু সংষ্কার করার যেন কেউ নেই৷
এ অঞ্চলের কৃষকের উৎপাদিত ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে চরম বিরম্বনায় পড়তে হচ্ছে।জনগুরুত্বপূর্ণ ব্রীজটি নির্মাণ করার জন্য এলাকাবাসী জুড় দাবি জানিয়েছেন।