নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের শ্মশানঘাট পুরাতন সড়ক এলাকার জনতা ডেকোরের্টাসের মালিককে ফিল্মি স্টাইলে অপহরণ করে নির্যাতন করেছে একদল দুর্বৃত্ত।
এ ঘটনা নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহত ব্যবসায়ী সাদির মিয়া জানান, আনোয়ারপুর গ্রামের উসমান আলী ও ইউসুফ আলীর সাথে লটারীর টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।
শুক্রবার রাত ১০টার দিকে উসমান আলী ও ইউসুফ আলী, আমজত আলীসহ ৭/৮ জন ব্যবসায়ী সাদির মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তার দোকান থেকে তুলে নিয়ে যায় এবং একটি ঘরে নিয়ে তাকে নির্যাতন চালায়। এসময় তারা দোকানের টাকা পয়সা লুট করে নিয়ে যায়। সাদির মিয়ার চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। এব্যাপারে সাদির মিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।