ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের কাছে পাাত্তাই পেলো না ক্রিকেটে নবাগত আয়ারল্যান্ড। বুধবার ৬ উইকেটের বিশাল ব্যবধানে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছ টাইগাররা। স্বাগতিকতরা পাত্তাই পায়নি টাইগারদের কাছে।
২৯৩ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য পাড়ি দিতে গিয়ে না আবার হোঁচট খায় বাংলাদেশ! কিন্তু পঁচা শামুকে আর পা কাটলো না টাইগারদের। ২৯৩ রানের এই বিশাল লক্ষ্য হেসে-খেলেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডকে টাইগাররা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
আগের দুই ম্যাচের মত এই ম্যাচেও ব্যাটসম্যানদের দৃঢ়তায় অনায়াসে জয় এসে ধরা দিয়েছে মাশরাফিদের মুঠোয়। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের দুর্দান্ত ব্যাটিংই ৬ উইকেটের বিশাল জয় উপহার দিয়েছে বাংলাদেশকে।