আজিজুল হক সানু,বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলায় নোংরা পরিবেশে খাদ্য সরবরাহকারী হোটেল-রেষ্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর ১ টার দিকে উপজেলা সদরে অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধর ও রুবাইয়া আফরোজ ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন।
এসময় মা-মনি হোটেল ৫ হাজার, আদর্শ মিষ্টিঘর ১ হাজার, আব্দুল্লাহ হোটেল ১ হাজার, রহমান হোটেল ১ হাজার ও নিশি বাবুর রেষ্টোরেন্ট ১ হাজার টাকাসহ মোট ৫টি হোটেলে অন্তত ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধর জানান, নোংরা পরিবেশে খাবার সবরাহের অপরাধে জরিমানা করা হয়েছে।