চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের পিতা আব্দুল গণির পুত্র তৈয়ব আলী (৪৫) কে সিআর বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
জানা যায়, শনিবার ৮টার দিকে চুনারুঘাট থানার এ.এস আই খবির ও ডিভি মুসলিম উদ্দিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডেওয়াতলী বাজার নামক স্থান থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, তৈয়ব আলীর বিরুদ্ধে সিআর বন মামলা ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সিআর ১৬২/৯৬(বন) মামলার সাজাপ্রাপ্ত আসামী, তারিখ ২৫/০২/২০১৩ইং।