হবিগঞ্জ প্রতিনিধি : ঢাক-ঢোল বাজিয়ে প্রতিবছরই ফিরে আসে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। প্রতিবছরই পহেলা বৈশাখকে বরন করে নিতে বাঙালীরা মেতে উঠেন মহা আনন্দে। পক্ষকাল পূর্বেই শুরু হয় প্রস্তুতি।বিশেষ করে শহরাঞ্চলে ধুম পড়ে বৈশাখী কেনা-কাটার।
আগামীকাল ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। তাই এবারও নববর্ষকে বরন করে নিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুল-কলেজে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। রং-বেংয়ের হাড়ি পাতিল ও নানা রং-ঢংয়ের কারুশিল্প দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পাস।
শুধু তাই নয়, নববর্ষকে বরন করতে হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারী কলেজ ও হবিগঞ্জ সরকারী মহিলা কলেজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা ও বাউল উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ বাঙালী জিবনের ওই ঐতিহ্যবাহি উৎসবকে ঘিরে শহরের বিপনীগুলো সাজানো হয়েছে নানান পোষাকে। ক্রেতাদের আকর্ষন করতে নতুন নতুন জামা ডলে রাখা হয়েছে।
দোকানিরা শাড়ি, বৈশাখী জামা, পাঞ্জাবী, থ্রী পিছসহ বাহারী পোষাকের পসরা সাজিয়ে বসেছেন অনেক দোকানে। এতে নারী ও শিশু ক্রেতাদের উপচে পড়া ভীড় থাকলেও তরুণ-তরুনীদের নেই তেমন উপস্থিতি। প্রতি বছর বেচা-কেনা ভাল হলেও এবার তেমন একটা বেচা-কেনা হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে শেষ দিন গতকাল শুক্রবার ক্রেতাদের উপস্থিতি থাকায় বেচা-কেনা মোটামুটি ভাল হয়েছে। হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার বিলাশ বহুল বিপনী এস.ডি স্টোর, এস.ডি প্লাজা, শংকর সিটি, মধুমিতাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে এমনটাই নিশ্চিত হওয়া গেছে।
ব্যবসায়ীরা জানান, প্রতিবছর পহেলা বৈশাখের এক সপ্তাহ পূর্বেই শুরু হত বেচা-কেনার ধুম। দোকানে দোকানে সৃষ্টি হত ক্রেতাদের উপচে পড়া ভীড়। পুরো শহরজুড়েই লক্ষনীয় ছিল বৈশাখী আমেজ। কিন্তু এবারের চিত্র অন্যরকম। নারী ও শিশু ক্রেতাদের কিছু উপস্থিতি থাকলেও কেনা-কাটায় তরুণ-তরুনীদের নেই তেমন উচ্ছাস। নেই বৈশাখী আমেজ।
তারা জানান, গ্রামের ক্রেতারাও পহেলা বৈশাখের কেনা-কাটার একটি বড় অংশ। এবার গ্রামের ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। গ্রাম্য অর্থনীতির মন্দা ভাবও এর কারণ হতে পারে বলে অনেকের ধারনা।