সৈয়দ শাহান শাহ্ পীর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে।
আজ মাসাধিকাল যাবত ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে। কোনদিন দিবারাতিই ঘন্টার ঘন্টা এমনকি সারাদিন অথবা সারারাত ব্যাপি বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। তারপর বিদ্যুৎতের দেখা মিললেও এরপর আবার তিন-চারবার আসা যাওয়ায় ব্যাস্ত থাকে বিদ্যুৎ ঐ দেয় ঐ নেয় বিদ্যুতের ভেলকিবাজি যেন গ্রাহকদেরকে নিয়ে খেলা করে। ভুক্তভুগী এলাকাবাসী জানান,মাসাধিকাল যাবত অবিশ্বাস্যভাবে বিদ্যুতের লোডশেডিং চলছেই এ সুতাংয়ে ।
বিদ্যুতের অসহনীয় যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠছেন সুতাংবাসী। সামান্য বৃষ্টি হলেও চলে যায় বিদ্যুৎ। এরমধ্যে একটু ঝর হলে আর বিদ্যুৎ পাওয়া যায়নি একদিনের মধ্যেও। উল্লেখ্য,সুতাং এলাকা একটি সমৃদ্ধ এলাকা।
এলাকাতে রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,ব্যাংক লিঃ,বড় বড় হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ কার্যালয় প্রতিষ্ঠান। ফলে,সুতাং এখন শিল্পবান্ধব এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই এ শিল্প বান্ধব এলাকাতে বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং করা উচিত না বলে অভিজ্ঞ মহল মনে করেন।
কারণ বিদ্যুৎ বিভ্রাট বা লোড শেডিংয়ে এলাকার অনেক ক্ষতি সাধন করে। কোনো বড় ধরণের বৈদ্যুতিক গোলোযোগ ছাড়া শিল্পবান্ধব সুতাং এলাকাকে বিদ্যুৎবিহীন রাখা থেকে বিরত থাকা উচিত। গ্রাহকদের সঙ্গে কথা বললে তারা ক্ষোভ ও নিন্দার সাথে জানান ঘন্টা হিসেব করে মাসে প্রায় বিশ দিন বিদ্যুৎ ব্যবহার হয় কিন্তু হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ত্রিশ দিন অথ্যাৎ একমাসেরই বিদ্যুৎ বিল (টাকা) আমাদের কাছ থেকে অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছেন কারণ কি ?