প্রেস বিজ্ঞপ্তি : তুয়ান ফাউন্ডেশন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে মৌলভীবাজার জেলার মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ত্রৈমাসিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) পৌরসভার কনফারেন্স হল রুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী আরিফিন সিদ্দিকী।
তুয়ান ফাউন্ডেশন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মো. সাইফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জনাব ফরিদ উদ্দিন, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সম্পাদক জনাব অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন তুয়ান ফাউন্ডেশন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালক জনাব আজমল আহমেদ চৌধুরী।
উল্লেখ্য,অনুষ্ঠানে ২৬ জন মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।