আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ আমুরোড বাজারের পরিত্যক্ত খাদ্য গুদাম পূণরায় চালু হবে। বলেছেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরিফুর রহমান অপু। ৩০ মার্চ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাদ্য বান্ধব কর্মসূচীর পুষ্টিচাল বিতরনের উদ্বোধন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস ছালাম, অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, আওয়ামীল নেতা হাছন আলী, উপজেলা যুবলীগ সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন, যুবলীগ নেতা সাফু মেম্বার, প্রমূখ ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চুনারুঘাট খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস, মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক দ্বীপক চন্দ্র দাশ, মোছাঃ কামরুন্নেছা তালুকদার, প্রতাপ কুমার সরকার, উপ খাদ্য পরিদর্শক অঞ্জনা রাণী দেব, রওশন আরা আক্তার, পদ্মশ্রী ভট্টাচার্য, সহকারি উপ খাদ্য পরিদর্শক আব্দুল আহাদ, ডিলার ফয়সল চৌধুরী, বেলাল আহমেদ, মুজিবুর রহমান, আবদাল মিয়া প্রমূখ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন তাদের বক্তব্য কালে ৪০বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যয় বহুল খাদ্য গুদামটিকে পূণরায় চালু করার অনুরোধ জানালে উপ-পরিচালক ছয় মাসের মধ্যেই তা চালু হবে বলে জানান। তাছাড়াও তিনি সিলেটের সন্তান (চুনারুঘাট) হিসাবে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে সহায়ক এমন বড় কিছু স্থাপনার পরিকল্পনার কথাও জানান।
পরে,মহা-পরিচালক আরিফুর রহমান অপু প্রথমে আমুরোড পরিত্যক্ত খাদ্যগুদাম ও পরে চুনারুঘাট খাদ্য গোদাম পরিদর্শন করেন।